প্রাচ্যনিউজ, নিজস্ব প্রতিবেদকঃ
ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ আর নেই। মঙ্গলবার সকালে ভারতের বাঙালি অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গের হুগলীতে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৭ বছর ।
কোলকাতার দোহার গানের দলের প্রধান শিল্পী কালিকাপ্রসাদ কেবলমাত্র ভারত ও বাংলাদেশেই নন, পুরো উপমহাদেশের লোকগানের শক্তিমান গায়ক ও শেকড় সন্ধানী গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। শাহ আব্দুল করিমের গানসহ বাংলাদেশের অসংখ্য লোকগানকে নানা শিল্পীর মাধ্যমে তুলে ধরেছেন তিনি। হুগলির গুড়াপের কাছে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কালিকাপ্রসাদের জীবনযাত্রা।
জানা গেছে মঙ্গলবার সকালে গাড়িতে চড়ে কলকাতা থেকে সিউড়িতে অনুষ্ঠানের জন্য যাচ্ছিলেন তিনি। সকাল ১০টা নাগাদ হুগলির গুরাপে ২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন কালিকাপ্রসাদ-সহ ৬ জন। গুরুতর চোট পান তিনি। জখম হন তাঁর আরও পাঁচ সঙ্গী— নিলাদ্রী রায়, অর্ণব রায়, সন্দীপন পাল, সুদীপ্ত চক্রবর্তী ও রাজীব দাস। স্থানীয়দের সাহায্যে আহতদের বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কালিকাপ্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলা লোকগানের দল দোহারের পথচলা শুরু ১৯৯৯-এ। গ্রামবাংলার লোকগানকে তুলে ধরেছিল দোহার। শহুরে মানুষদের মাটির গান শোনাতেই দলের জন্ম। উত্তর-পূর্ব তথা গোটা বাংলার বাউল-ভাটিয়ালি-চটকা-ঝুমুর-সারিগান-বিহু— সব গানই গান ঘুরেফিরে এনেছে দোহার। তার প্রান সঞ্চাচলক ছিলেন কালিকাপ্রসাদ।
প্রাচ্যনিউজ/৭ মার্চ/এসএএফ/
© বিডি থিংকার্স ২০২০
সম্পাদক ও প্রকাশক : উজ্বল মন্ডল
১৩৪২/২ পূর্ব শেওড়াপাড়া (৫ম তলা) | রানওয়ে রোড, কাফরুল, ঢাকা – ১২০৮ ।
ইমেইল: bdthinkers@gmail.com (এডিটোরিয়াল)
বিষয়টি নিয়ে আলোচনা