সকালে ঘুম থেকে উঠেই চমকে উঠলেন অং সান সু চি। জানালার কাঁচ দিয়ে নিচে তাকাতেই দেখতে পেলেন তার বাড়ির সামনে কয়েকশো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তারা তার বাড়ির দিকে চেয়ে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো তাদের প্রত্যেকের মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা। দেখে বোঝার উপায় নেই তারা কারা, কোথা থেকেই বা এসেছে। সু চিকে একটু চিন্তিত মনে হলো। উনি উনার সেক্রেটারিকে ডেকে জিজ্ঞেস করতেই সেক্রেটারি বললো, ছেলেমেয়ে গুলো আপনার সাথে একটু কথা বলতে এসেছে।
-কেন?
-তা বলেনি
-ওদের মুখগুলো অমন কাপড় দিয়ে ঢাকা কেন?
-বলতে পারছি না ম্যাডাম
-ঠিক আছে। তুমি ওদের হলরুমে নিয়ে এসো!
হলরুমের সামনের বেঞ্চে বসা ছেলেটা সু চিকে জিজ্ঞেস করলো, অ্যান্টি, একজন মা হিসেবে আপনার দু’সন্তান আলেকজান্ডার এবং কিম আপনার কাছে কতটুকু প্রিয়?
-বলে বোঝানো যাবে না। প্রাণের চেয়ে প্রিয়!
-সেই আলেকজান্ডার আর কিমের যদি কিছু হয়, তখন আপনার কেমন লাগবে?
-বেঁচে থাকা নিরর্থক হয়ে যাবে!
-ছেলেটা একটু চুপ থেকে বলল, কয়েক দিন আগে এরকম হাজারো বাবা-মায়ের বেঁচে থাকাও অর্থহীন হয়ে গেছে।
-বুঝলাম না!
আপনি তো বেীদ্ধ ধর্মের অনুসারী। সেখানে একটা নিকৃষ্ট প্রাণীকে হত্যা করাও অন্যায়। সেজন্য অহিংস আন্দোলন করেছেন, নোবেলও পেয়েছেন। অথচ আরাকানে রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, বোমা হামলা হচ্ছে। সেখানে আমাদের মত কত ছোট ছোট ছেলে-মেয়ে মারা গেছে, তাদের বাবা-মায়ের বুক খালি হয়েছে। অথচ আপনি অহিংসার কথা বলেন! আচ্ছা অ্যান্টি, সেখানে যদি আপনার দুটো সন্তানও থাকতো তবে আপনি কি করতেন?
সু চি মাথা নিচু করে ফেললেন। কিছুক্ষণ বাদে মাথা তুলতেই চিৎকার করে উঠলেন তিনি। সবগুলো ছেলে-মেয়ে মাথার কাপড় সরিয়ে ফেলেছে। কোন ছেলেমেয়েরই চোখ নেই, কান নেই, নাক নেই, কারো গলা অর্ধেক কাটা, কারো মাথাও নেই।
ছেলেটি একটু কাছে এসে বললো, ভয় পাবেন না। আমরা আরাকান থেকে এসেছি। এই কিছুদিন আগেও আমরা আমাদের চোখ দিয়ে নীল আকাশ দেখতাম, নাক দিয়ে ফুলের সুবাস নিতাম, কান দিয়ে নদীর কূল কূল বয়ে চলার শব্দ শুনতাম। কিন্তু হায়……!!!
ছেলেটি ভেজা স্বরে বললো, আচ্ছা অ্যান্টি, আমাদের অন্যায়টা কি ছিল বলুন তো!
সু চি আবারো মাথাটা নিচু করে ফেললেন। আজ বিশ্ব মানবাধিকার দিবস। দুঃখিত অং সান সু চি, দুঃখিত জাতিসংঘ, দুঃখিত ওবামা/পুতিন/ট্র্যাম্প!
একটা অনিরাপদ পৃথিবীর বাসিন্দা বানিয়ে রাখার জন্য আপনাদের ধন্যবাদ দিতে পারছি না বলে মনে আনন্দ অনুভব করছি ……!!!!
লেখকঃ মোনায়েম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
© বিডি থিংকার্স ২০২০
সম্পাদক ও প্রকাশক : উজ্বল মন্ডল
১৩৪২/২ পূর্ব শেওড়াপাড়া (৫ম তলা) | রানওয়ে রোড, কাফরুল, ঢাকা – ১২০৮ ।
ইমেইল: bdthinkers@gmail.com (এডিটোরিয়াল)
বিষয়টি নিয়ে আলোচনা